Fiverr একাউন্ট এর বিস্তারিত - CM TV 24
Fiverr একাউন্ট এর বিস্তারিত

Fiverr একাউন্ট এর বিস্তারিত

Share This

গ্রাফিক্স ডিজাইনার


......................................................
জনপ্রিয় মার্কেটপ্লেস Fiverr.com এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম



Fiverr – কীভাবে কাজ করে?


আপনি যে কাজটি করতে দক্ষ সেটির উপরে একটি গিগ তৈরী করুন। আপনার সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত লিখেঅফার করুন তারপর কাজটি পোস্ট করুন। এরপর কোন বায়ারের কাজের চাহিদা যদি আপনার অফারকৃতকাজের সাথে মিলে যায় তাহলে কাজটি করানোর জন্য সে order করবে। আর আপনি সঠিকভাবে কাজটি করেদিলেই বায়ার নির্ধারিত ৫ ডলার পরিশোধ করবে। এ ৫ ডলারের মধ্যে ১ ডলার সাইট কর্তৃপক্ষ কেটে রাখবে এবংবাকি ৪ ডলার আপনি পাবেন। এরপর বায়ার আপনার কাজের একটি Feedback দেবে। মনে রাখবেন Positive Feedback= বেশি Sell. এটির অর্থ আপনি বায়ারের নিকট হতে Positive Feedback পেলে আপনার সার্ভিসটিআরো বেশিবার বিক্রি করতে পারবেন।


আপনি যতবার আপনার সার্ভিসটি বিক্রি করতে পারবেন ততবেশি আয় করতে পারবেন এবং সাইট কর্তৃপক্ষ ততবেশে রেভিনিউ পাবে। তো Fiverr সাইট আপনার সার্ভিসের কারণে এত বেশি রেভিনিউ পাচ্ছে, আপনি কিতাদের কাছে কোন বোনাস আশা করতে পারেন না। অবশ্যই পারেন। আর সাইট কর্তৃপক্ষও ভাল seller দেরহতাশ করবে না; সুতরাং আপনি যদি ভাল seller হতে পারেন তাহলে আপনার প্রত্যাশা মোতাবেক তারাআপনাকে কিছু বোনাস দেবে।




জনপ্রিয় মার্কেটপ্লেস Fiverr.com এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
-----------------------------------------------------------------------------------------


অনেকেই ফিভারে কাজ করেন। কিন্তু ফিভারের বেসিক নিয়মগুলো জানেন না, তাদের জন্যই এই পোস্টেরঅবতারণা


1. একটি IP একটি মাত্র একাউন্ট এর জন্য ব্যবহার করা উচিৎ। ( আমি সাপোর্ট এ যোগাযোগ করেছিলাম তারাএভাবেই বলেছিল )


2. Fiverr.com এ সর্বনিম্ন Withdraw পেপাল একাউন্ট এ 4$ ।


3. Fiverr.com এর পেমেন্ট মেথড দুইটি: পেপাল এবং পেওনিয়র


4. Fiverr এর মেসেজ অপশনের মাধ্যমে আপনি আপনার কোন প্রকার কন্টাক্ট এড্রেস বায়ারকে দিতে পারবেননা। যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমবার ওয়ারনিং দিবে। তারপর ও যদি দিয়ে থাকেন। তাহলে আপনারএকাউন্ট ব্যানড করে দিবে।


5.লেভেল #1, লেভেল #2, টপ লেভেল এর সুবিধা হচ্ছেঃ প্রচুর কাজ পাওয়া যায়। প্রত্যেকটি কাজের মূল্যাঅনেক বেশী নির্ধারণ করে দেওয়া যায়।


6. আপনি যদি Fiverr এ 10 টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনারএকাউন্ট যদি 1 মাস একটিভ থাকে তাহলে Fiverr কমিউনিটি আপনার একাউন্টটিকে লেভেল #1 এ নিয়ে নিবে।তারা আপনার একাউন্ট এ একটি লেভেল #1 এর ব্যাচ দিবে।


7. আপনি যদি Fiverr এ 50 টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনারএকাউন্ট যদি 2 মাস একটিভ থাকে তাহলে Fiverr কমিউনিটি আপনার একাউন্টটিকে লেভেল #2 এ নিয়ে নিবে।তারা আপনার একাউন্ট এ একটি লেভেল #2 এর ব্যাচ দিবে।


8. আপনি যদি Fiverr এ 250 টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনারএকাউন্ট যদি 4 মাস একটিভ থাকে তাহলে Fiverr কমিউনিটি আপনার একাউন্টটিকে টপ লেভেল এ নিয়ে নিবে।তারা আপনার একাউন্ট এ একটি টপ লেভেল এর ব্যাচ দিবে।

9.সিঙ্গেল মডেম ব্যবহার করাই ভালো। কোন প্রকার সমস্যা হবে না।

10. একটি পেপাল একাউন্ট একটি মাত্র একাউন্ট এর জন্য । তবে অনেক ইউজার কে দেখেছি তারা একটিপেপাল একাউন্ট একাধিক একাউন্ট এ ব্যবহার করছে।

11. যদি কখনও অন্য কোন মডেম ব্যবহার করার দরকার হয়। তাহলে আপনার ফাইবার থেকে সাইট আউটকরবেন তারপর ব্রাউজার ক্লিন করে তারপর আপনার পূর্বের মডেমটি রিমুভ করে তারপর নতুন মডেমটিইনস্টল দিয়ে তারপর কাজ শেষে আবার অনইনস্টল করে তারপর ব্রাউজার ক্লিন করে। আবার আগেরমডেম ইনস্টল দিয়ে কাজ করবেন।





কিভাবে Fiverr-এ আপনার অফারটিকে আকর্ষণীয় করে তুলবেন


Fiverr-এ একই সার্ভিসের উপর অনেক অফার থাকতে পারে । যেহেতু এটি একটি মার্কেটপ্লেস; সুতরাং আপনারসার্ভিসটি বিক্রি করতে হলে আপনাকেও প্রতিদ্বন্দিতা করতে হবে। একটু কৌশলের মাধ্যমে কাজ করলেইআপনি আপনার বিডটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন এবং প্রতিদ্বন্দিতায় এগিয়ে থাকতে পারেন। তো চলুনবিস্তারিত দেখে নেওয়া যাক।


১. সুন্দর একটি টাইটেল


সুন্দর একটি টাইটেল থাকলেই আপনার অফারটি বায়ারদের নিকট আরও বেশি গ্রহনযোগ্য হবে। যেহেতুটাইটেলই সর্বপ্রথম বায়ারদের দৃষ্টি আকর্ষণ করে। টাইটেলের মাঝে আপনার অফারকৃত সার্ভিসের মূলকীওয়ার্ডগুলি অবশ্যই উল্লেখ করবেন।


২. বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি


আপনার সার্ভিসের অফার সংশ্লিষ্ট একাধিক ছবি আপনার অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। একটিকার্যকরী ছবি হাজারটি বাক্যের চেয়েও শ্রেয়তর। সুতরাং অফারের সাথে যে ছবিটি সংযুক্ত করবেন সেটিগুরুত্বের সঙ্গে বাছাই করুন।


৩. কার্যকরী বর্ণনা


আপনি যে সার্ভিসটি অফার করবেন সেটির একটি সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করুন তাহলে বায়ার আপনারসার্ভিসটি কেনার ব্যপারে আগ্রহী হবে। আপনার সার্ভিসের ডেসক্রিপশন তারাই পড়বে যারা আপনার টাইটেলএবং ছবি দেখে আগ্রহী হওয়ার পর আরও বিস্তারিত জানতে ক্লিক করবে। সুতরাং ডেসক্রিপশনটি এমনভাবেলিখুন যেন এটি পড়লে বায়ার আপনার সার্ভিসটি কেনার জন্য order করার আগ্রহ খুজে পান।






কিভাবে একই সার্ভিস Repeated Sell করবেন


১. কাজ এবং কথায় আন্তরিক হোন


কোন seller যদি একাধিকবার কোন সার্ভিস বিক্রি করতে চান তাহলে তাকে অবশ্যই কাজে এবং কথায় আন্তরিকহতে হবে। তবেই না বায়ারের নিকট থেকে ভালো রিভিউ পাওয়া যাবে। আপনার সার্ভিসটি যদি বায়ারকে সন্তষ্টকরতে পারে তবে আবারও আপনার নিকট থেকে এ সার্ভিসটি নিতে আগ্রহী হবে। বায়ার যদি আপনার নিকটকাজ বিষয়ক কোন কিছু জানতে চায় তাহলে সুন্দরভাবে সঠিক উত্তরটি দিন।


২. কাজের ক্ষেত্রে স্বতন্ত্র হোন


ধরুন আপনি কোন বিষয়ের উপর ই-বুক লিখলেন এবং সেটি Fiverr- এ সেল করার জন্য অফার করলেন। কোনবায়ার যদি আপনার ই-বুকটি কেনে এবং তার ভাল লাগে তবেই না সে আপনার নিকট থেকে ই-বুক কেনারব্যাপারে আগ্রহী হবে। আপনার ই-বুকে কোন বিষয় যদি স্বতন্ত্রভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারেনতাহলে বায়ারের অবশ্যই ভালো লাগবে। সুতরাং সময় একটু বেশি লাগলেও কাজগুলি সুন্দর এবং স্বতন্ত্রভাবে বাএকটু ভিন্নতার সহিত উপস্থাপন করার চেষ্টা করুন।


৩. ভাল রিভিউ পাওয়ার উপায়


ভাল একটি রিভিউ আপনার সার্ভিস বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণত রিভিউ ছাড়াকোন বায়ারই আপনার সার্ভিসের প্রথম গ্রাহক হতে চাইবে না যেহেতু আপনার কাজ সম্বন্ধে তার কোন ধারনাইনেই। ভাল একটি রিভিউ থাকলে অন্য বায়াররাও আপনার কাজের ব্যাপারে আগ্রহী হবে। সুতরাং আপনারসার্ভিসের প্রথম রিভিউটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কাস্টমার বা প্রথম দু-তিনজন কাস্টমারের নিকট থেকে ভালরিভিউ পাওয়ার জন্য আপনি তাদের প্রয়োজন অনুযায়ী ছোটোখাটো আরও দু-একটি কাজ ফ্রি করে দেওয়ারঅফার করতে পারেন। এতেই তারা খুশি হয়ে ভালো একটি রিভিউ দেবে বলে আশা করা যায়।














ফাইভার এ ভালো সেল পেতে হলেঃ



১। গিগ অবশ্যই হতে হবে ইউনিক, কপি পেস্ট করে গিগ কনটেন্ট করবেন না।




২। বায়ার এর "Modification" যেন না হয়।


৩। "Delay" সার্ভিস গিগ এর জন্যে ক্ষতিকর। সো ঠিক টাইম এ কাজ শেষ করবেন।


৪। বায়ার কে কুইক রেপ্লাই দেওয়ার চেষ্টা করবেন।


৫। গিগ এর কিউ তে অর্ডার থাকলে সার্চ এ আগে আসে।


৬। আর রিভিউ এবং র‍্যাটিং এর গুরুত্ব তো সবার এ জানা আর জন্যে আছি আমারা।




আপনার যদি পেওনিয়ার মাষ্টার কার্ড না থাকে Payoneer.com এ ক্লিক করে খুব সহজে পেওনিয়ার একাউন্ড তৈরি করতে পারেন। Payoneer.com  এখান থেকে এর মাধম্যে একাউন্ট করলে আপনি ২৫ ডলার ফ্রি পাবেন।




আজকের জন্যে এই টুকই দিলাম।


ভালো লাগলে শেয়ার দিবেন এবং আমাদের সাথে থাকবেন








জামালপুর জেলার সকল ফ্রিল্যান্সার ভাই ও বোনদের প্রতি শুভেচ্ছা রইল

সবাইকে ধন্যবাদ

মিজানুর রহমান

Pages