আইফোন X-এর উৎপাদন কমাচ্ছে অ্যাপল - CM TV 24
আইফোন X-এর উৎপাদন কমাচ্ছে অ্যাপল

আইফোন X-এর উৎপাদন কমাচ্ছে অ্যাপল

Share This

২০১৮ সালের প্রথম প্রান্তিকে আইফোন X-এর উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে অ্যাপল।

এই প্রান্তিকে আইফোন X-এর উৎপাদন অর্ধেক কমিয়ে প্রায় দুই কোটিতে নামিয়ে আনা হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই। ইতোমধ্যেই অ্যাপল সরবরাহকারীদের বিষয়টি জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এই খবরের কোনো সূত্রের কথা জানায়নি সংবাদমাধ্যমটি।

নিক্কেইয়ের বরাত দিয়ে রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, ছুটির মৌসুমে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে প্রত্যাশার চেয়ে বিক্রি কম হওয়ায় আইফোন X-এর উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Watch video! প্রতিবেদনে আরও বলা হয়, ধারণা করা হচ্ছে আইফোন ৮, ৮প্লাস ও ৭-এর মতো কিছুটা কম মূল্যের ডিভাইসের ক্ষেত্রে তিন কোটির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরে রাখবে অ্যাপল।

বিষয়টি জানতে নিক্কেইয়ের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি জানায়, প্রধান কার্যালয়ের মাধ্যমে বিস্তারিত নিশ্চিত করা হবে।

No comments:

Post a Comment

Pages