লোগো বানানো গ্রাফিক ডিজাইন এর কাজগুলির মধ্যে সব থেকে কঠিন একটা কাজ। এটা মনে হয় অনেকে জানেন। কেনো সব থেকে কঠিন? কারন লোগো বানাতে গেলে এর মধ্যে একটা গল্প থাকতে হয়, অর্থ থাকতে হয় যা সেই কোম্পানির কাজের সাথে মিলবে। লোগোটা দেখলে বুঝা যাবে যে এটা কি ধরন এর কোম্পানি। একটা জিনিষ মনে রাখবেন একবার লোগোর আইডিয়া যদি পেয়ে যান সেটা সফটওয়্যার এ বানাতে ২০-২৫ মিনিট সময় লাগবে মাত্র। তাই এই লিখায় আমি কিছু বিখ্যাত কোম্পানির লোগো আর সাথে সে লোগোর মানে কি, কি বুঝানো হয়েছে সেটা দিলাম। দেখলে বুঝতে পারবেন লোগো কিভাবে বানাতে হয়।
UNILEVER
Unilever এর “U” খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেকগুলা বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে কিন্তু প্রতি আইকন Unilever এর বিজনেসকে তুলে ধরে। যেমন recycle আইকন দিয়ে তাদের ধারন ক্ষমতা এবং লিপ এর আইকন দিয়ে সৌন্দর্য এবং স্বাদ বুঝানো হয়েছে।
FEDEX
লোগোর E এবং X এর দিকে ভাল করে লক্ষ্য করুন একটা arrow দেখতে পাবেন। এর মাধ্যমে তারা গতি প্রকাশ করছে কারন FedEx একটা কুরিয়ার কোম্পানি, তাই তারা বুঝাচ্ছে তারা এতো দ্রুত ডেলিভারি দেয় যে চিন্তাও করা যায় না।
PINTAREST
সামাজিক মাধ্যম Pintarest এর লোগো এর “P” তে একটা পিন আছে। ভাল করে খেয়াল করলে দেখতে পাবেন। Pinterest এ আপনি আপনার পছন্দ মত ওয়েব সাইট এর লিঙ্ক আপনার বোর্ড এ পিন করে রাখতে পারেন, অনেকটা স্কুল কলেজ এর নোটিশ বোর্ড এর মত। তাই Pinterest এর লোগোতে Pin এর শেপ।
AMAZON
লোগোর মধ্যে যে হলুদ রঙের arrow দেখা যাচ্ছে সেটা দিয়ে বুঝানো হচ্ছে যে এখানে a-z পর্যন্ত সব কিছুই কিনতে পাওয়া যায় আর শেপটা একটু ভালো করে দেখুন এখানে হাসির ও একটা ব্যাপার আছে।
TOUR DE FRANCE
Tour De France এই লোগোর মধ্যে যে হলুদ রঙের বৃত্ত দেখা যাচ্ছে সেটা শুধু সূর্য প্রকাশ করছে তা কিন্তু না। খুব ভাল করে খেয়াল করেন এটা দ্বারা সাইকেল এর চাকা ও বুঝানো হচ্ছে আর “R” দ্বারা একজন সাইকেল চালক এর শেপ বুঝানো হচ্ছে যে কিনা সাইকেল চালাচ্ছে।
BMW
BMW এর ব্যাকগ্রাউন্ড এ বিমানচালনা এর ব্যাপারটি আছে।আর লোগোতে তারা তাদের ইতিহাস তুলে ধরার চেস্টা করেছে।সাদা এরিয়ার অর্থ হচ্ছে moving propeller আর আর নীল বলতে এখানে আকাশ বুঝানো হয়েছে।
BASKIN ROBBINS
Baskin robbins আইস ক্রিম কোম্পানি ৩১টা ফ্লেবার অফার করেছে তাই তাদের লোগোর মধ্যে “31” লেখাটা রয়েছে B এবং R এর মধ্যে পিঙ্ক কালার এ।
SHELTER
Shelter হচ্ছে একটা ব্রিটিশ চ্যারিটি যারা যাদের ঘর নেই তাদের জন্য আশ্রয় এর ব্যবস্থা করে। তাই এই লোগোর লেটার মধ্যেই তাদের উদ্দেশ্য তুলে ধরেছে “h” এর মধ্যে ঘর এর শেপ তুলে ধরা হয়েছে।
NBC
NBC এর লোগোর মধ্যের খালি জায়গা ময়ুর বুঝানো হয়েছে এবং চারপাশের রঙ দ্বারা ময়ুর এর পাখা বুঝানো হয়েছে এটা এ জন্য যে NBC যা প্রচার করে সেটা করে তারা গর্বিত।
THE GUILD OF FOOD WRITERS
of food writers মুলতো খাদ্য সম্পর্কিত লেখা ই লিখে থাকে। তাই তাদের লোগোর মধ্যে খুব সুন্দর ভাবে পেন এর নিব এবং চামচ একসাথে বুঝানো হয়েছে।
মিজানুর রহমান
গ্রাফিক ডিজাইন