আমার আত্মবিশ্বাস সবাই ঘরে বসে ডলার ইনকাম করতে চাই। তাদের জন্য আমার এই প্রচেষ্ঠা।
গ্রাফিক্স ডিজাইনের যেসব কাজ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে…
১. লোগো ডিজাইন
২. বিজনেস কার্ড ডিজাইন
৩. ব্যানার/পোস্টার ডিজাইন
৪. ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি
৫. স্টিকার ডিজাইন
৬. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন
৭. ইমেজ এডিটিংএন্ড রিসাইজ
৮. ফটো রিটাচিং
৯. স্কেচ তৈরি/ড্রয়িং করা
লোগো ডিজাইন
কোন দেশ, কোম্পানি বা ব্যাক্তিগত কোন কিছুর পরিচয় বহন করে সেই দেশ, কোম্পানি বা ব্যাক্তিগত বহনকারী কিছু ছবি। যেমন আপনি গ্রামীন মোবাইল কোম্পানির পাতার ছবি দেখেই আপনি বলে দিতে পারবেন এটা গ্রামীন মোবাইল কোম্পানি ঠিক এই ভাবেই একটি লোগো একটি কোম্পানির ব্যক্তিত্ব বহন করে। সবসময় Adobe Illistrator দিয়ে লোগো ডিজাইন করতে হবে তবে লোগো ডিজাইন শিখতে হলে আপনাকে আগে অবশ্যই বিভিন্ন কোম্পানির লোগো Google থেকে Search দিয়ে বের করে দেখতে হবে এবং সেখান থেকে ধারনা নিতে হবে। তবে সবসময় মনে রাখবেন আপনার ডিজাইন করা লোগো যেন কোম্পানির নামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। লোগো ডিজাইন করার সময় সবার আগে আপনি ক্লাইন্ট এবং তার আইডিয়া এবং পছন্দ জেনে নিন। এতে করে সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত লোগো ডিজাইন করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইনের অন্যান্য কাজ
গ্রাফিক্স ডিজাইন এর একটি অংশ হচ্ছে লোগো ডিজাইন । তবে এটি ছাড়াও আরও অনেক কাজ রয়েছে গ্রাফিক্স ডিজাইনে। যেমন বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার/পোস্টার ডিজাইন,ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি, স্টিকার ডিজাই, প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন, ইমেজ এডিটিং এন্ড রিসাইজ ইত্যাদি। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে ইন্টোরিয়র ডিজাইন এরও ব্যাপক চাহিদা রয়েছে ব্যানার, বিলবোর্ড থেকে শুরু করে বিভিন্ন কভার পেইজের ডিজাইন এর কাজও পাওয়া যায় অনলাইনে। । একটি ঘরের ভিতর বিভিন্ন অংশ কেমন হবে সেটা ডিজাইন করা। তাছাড়া বিভিন্ন দোকানের ডিজাইন এর কাজ পাওয়া যায়। যেমন আমার এক বন্ধু কিছু দিন আগে ঢাকা বানিজ্য মেলার ২ টি দোকানের ডিজাইনের কাজ করেছেন।
কিভাবে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনের কাজ
বর্তমানে বাংলাদেশ সরকারের প্রচেষ্ঠায় লানিং এন্ড আর্নি প্রকল্পের আওতায় এসকল বিষষয়ের উপর ফ্রি প্রশিক্ষণ শুরু হয়েছে। আপনি চাইলে এখান থেকে একটা Professional Course করতে পারেন। যদি বেশি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে এখান থেকে কাজ শুরু করতে পারেন। আর এই ভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত থাক। সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।